শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলে ফিরলেন টেস্ট অধিনায়ক ধনঞ্জয়া

By স্পোর্টস

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য টেস্ট অধিনায়ক ধনাঞ্জয় ডি সিলভাকে দলে ফিরিয়েছে শ্রীলঙ্কা। বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতেই অভিজ্ঞ এই অলরাউন্ডারকে স্কোয়াডে রাখা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) এই সিরিজের জন্য ১৮ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করে শ্রীলঙ্কা ক্রিকেট।

ধনাঞ্জয় ডি সিলভা সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন ২০২৪ সালের জুনে নেদারল্যান্ডসের বিপক্ষে। এরপর লম্বা সময় সংক্ষিপ্ত ফরম্যাটে দলের বাইরে থাকলেও বিশ্বকাপের ঠিক আগে তার অভিজ্ঞতার ওপর ভরসা রাখলেন নির্বাচকরা।

আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই সিরিজটিকে গুরুত্বের সাথে দেখা হচ্ছে। যথারীতি দলকে নেতৃত্ব দেবেন দাসুন শানাকা।

সূচি অনুযায়ী, ডাম্বুলায় সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে বুধবার। শুক্রবার দ্বিতীয় ম্যাচের পর রবিবার শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। সিরিজের সবগুলো ম্যাচই হবে একই ভেন্যুতে।

শ্রীলঙ্কা স্কোয়াড: দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশানকা, কামিল মিশারা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, ধনাঞ্জয় ডি সিলভা, চরিত আসালাঙ্কা, জনিথ লিয়ানাগে, কামিন্দু মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেলালাগে, মহেশ থিকশানা, দুশান হেমান্থা, ট্রাভিন ম্যাথিউ, দুশমন্থ চামিরা, মাথিশা পাথিরানা, নুয়ান থুশারা ও এশান মালিঙ্গা।