আবার চোট, মঁপেলিয়ের মাঠে খেলছেন না নেইমার

By স্পোর্টস ডেস্ক

সময়টা মোটেও ভালো যাচ্ছে না পিএসজির। পুরো মৌসুম জুড়ে অপরাজিত থাকা দলটি শেষ দুটি অ্যাওয়ে ম্যাচেই হেরেছে। এরমধ্যেই আবার নতুন দুঃসংবাদ শুনেছে ক্লাবটি। ইনজুরিতে পড়েছেন দলের অন্যতম সেরা তারকা নেইমার। মঁপেলিয়ের মাঠে তাকে পাচ্ছে না ক্লাবটি।

ক্যারিয়ারে অনেকটা সময় ইনজুরির সঙ্গে যুদ্ধ করে যাওয়া নেইমার সবশেষ ম্যাচ খেলেছিলেন রেঁসের বিপক্ষে। মাঠে নেমে গোল করে দলকে এগিয়েছিলেন। ম্যাচের ৮৫তম মিনিটে তাকে তুলে নেওয়া হয়েছিল। এরপরই গোল হজম করে পয়েন্ট হাতছাড়া করে পিএসজি।

আজ বুধবার রাতেই লিগ ওয়ানের ম্যাচে মঁপেলিয়ের মাঠে নামছে প্যারিসের ক্লাবটি। এই ম্যাচের স্কোয়াডে রাখা হয়নি নেইমারকে। তার পেশিতে কিছু সমস্যা দেখা গিয়েছে বলে জানিয়েছে ক্লাবটি। পেশির চোটে ভুগছেন। আগামী কয়েকদিন থাকতে হবে চিকিৎসকের অধীনে। আগের দিন অনুশীলনও করেননি নেইমার। তাকে না পাওয়া বড় ধাক্কাই হতে পারে দলটির জন্য।

নেইমারকে না পাওয়া প্রসঙ্গে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের বলেছেন, 'আমাদের তিনজন প্রতিভাবান আক্রমণাত্মক ফুটবলার আছে। তাদের কাউকে ছাড়া খেলতে হলে দলের সমন্বয়ে সমস্যা তৈরি হয়। আগে তারা একসঙ্গে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছে। যদিও রেঁসের বিপক্ষে তাদের পারফরম্যান্স সন্তুষ্ট হওয়ার মতো ছিল না।'

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫ ম্যাচে ১৭ গোল করেছেন নেইমার। একই সঙ্গে সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৫টি গোল। তবে বিশ্বকাপের পর সেই চেনা ছন্দে খুব বেশি দেখা যায়নি। তবে আগের ম্যাচে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন। এরমধ্যেই বাঁধা হয়ে দাঁড়ালো চোট।

এদিকে, মঁপেলিয়ের বিপক্ষে মার্কো ভেরাত্তিকেও পাচ্ছে না পিএসজি। সবশেষ রেঁসের বিপক্ষে সরাসরি লাল কার্ড দেখেছিলেন এই মিডফিল্ডার।