আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ভারান

By স্পোর্টস ডেস্ক

কাতার বিশ্বকাপ ফাইনালে ব্যর্থতার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন ফরাসি ডিফেন্ডার রাফায়েল ভারান। বৃহস্পতিবার সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে এক বিবৃতি দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দেন ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার।

অথচ বয়সটা মাত্র ২৯ বছর ভারানের। চাইলেই আগামী বিশ্বকাপ পর্যন্ত অনায়াসেই খেলতে পারতেন ভারান। কোচ দিদিয়ের দেশমের অন্যতম পছন্দের খেলোয়াড়ও তিনি। কিন্তু ক্লাব ফুটবলে আরও বেশি নজর দেওয়ার জন্য আন্তর্জাতিক ফুটবল ছেড়ে দেন এ ডিফেন্ডার। 

ইনস্টাগ্রামে বিবৃতিতে সাবেক রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার লিখেছেন, 'এক দশক ধরে দেশের প্রতিনিধিত্ব করা আমার জীবনের অন্যতম সেরা সম্মান। বেশ কয়েক মাস ধরে এটি নিয়ে চিন্তা করছি এবং সিদ্ধান্ত নিচ্ছি যে আন্তর্জাতিকভাবে আমার অবসর নেওয়ার এটাই সঠিক সময়। নিশ্চিতভাবে সেই মুহূর্তগুলো মিস করব, তবে নতুন প্রজন্মের দায়িত্ব নেওয়ার সময় এসেছে।'

varane.jpg

ফ্রান্সের হয়ে ৯৩টি ম্যাচ খেলেছেন ভারান। জিতেছেন বিশ্বকাপও। ২০১৮ বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল তার।

২০১৩ সালের মার্চে জর্জিয়ার বিপক্ষে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল ভারানের। ইনজুরিজনিত সমস্যা ছাড়া ২০২২ সালের কাতার বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে টাই-ব্রেকারে ৪-২ ব্যবধানে হারার ম্যাচ পর্যন্ত দলে নিয়মিত ছিলেন তিনি।