ভুল করব না: মেসি-এমবাপের চুক্তি নবায়ন নিয়ে খেলাইফি

By স্পোর্টস ডেস্ক

চলতি মৌসুম শেষেই পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ ফুরচ্ছে লিওনেল মেসির। আরেক তারকা কিলিয়ান এমবাপের চুক্তি শেষ হবে আগামী মৌসুমের শেষে। তাই ফুটবল মহলে মূল আলোচনা এ দুই তারকার চুক্তি নবায়ন নিয়ে। তবে এ দুই তারকার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে চান না বলেই জানান পিএসজির মালিক নাসের আল খেলাইফি।

ফরাসি গণমাধ্যমে জোর গুঞ্জন, মেসিকে আর ধরে রাখতে চাইছে না প্যারিসের ক্লাবটি। তার পরিবর্তে এমবাপের চুক্তি নবায়ন নিয়েই ভাবছে ক্লাবটি। এদিকে মেসির আবার বার্সেলোনায় ফেরার গুঞ্জন উঠেছে। তবে দলের জন্য কোনটা ভালো হবে, তা যাচাই বাছাই করেই সিদ্ধান্ত নেবেন বলে জানান পিএসজির মালিক।

সম্প্রতি মালাগায় অনুষ্ঠিত মার্কার স্পোর্টস উইকেন্ডে যোগ দিয়েছেন খেলাইফি। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমরা ভাগ্যবান যে বিশ্বের সেরা কিছু খেলোয়াড় আমাদের দলে রয়েছে, যারা অন্যান্য ক্লাব থেকে অফার পেয়েও পিএসজির হয়ে খেলতে চেয়েছেন। আমরা তাদের রাখার জন্য কাজ করছি।'

চুক্তি নবায়ন কতোটুকু এগিয়েছে তা জানতে চাইলে আরও বলেন, 'আমরা যাচাই বাছাই করতে যাচ্ছি আমাদের কি করা উচিৎ এবং নিশ্চিত করছি যে আমরা তাদের সাথে চালিয়ে যেতে পারি কি-না। আমরা কাজগুলো সঠিকভাবে করতে চাই। আমরা কোনো ভুল করতে যাচ্ছি না।'

তবে কাড়িকাড়ি টাকা খরচ করে মেসি, এমবাপে ও নেইমারের মতো তারকা খেলোয়াড় নিয়েও প্রত্যাশা পূরণ করতে পারছে না পিএসজি। বিশেষ করে ইউরোপিয়ান প্রতিযোগিতায়। আরও একবার দলটি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে। তাই এবার বুঝে শুনেই সিদ্ধান্ত নিতে চায় ক্লাবটি

যদিও আগামী গ্রীষ্মে দলকে আরও শক্তিশালী করার দিকেই নজর তার, 'গ্রীষ্মে আমরা দেখব স্কোয়াডের ভারসাম্য বজায় রাখার জন্য আমাদের কী দরকার। আমরা তরুণ প্রতিভার দিকে ফোকাস করছি, ভবিষ্যতের জন্য আমাদের অনেক প্রকল্প রয়েছে।'