সুযোগ হাতছাড়া করে হতাশ ইউনাইটেড কোচ
এরিক টেন হাগের হাত ধরেই ছয় বছর পর শিরোপার মুখ দেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সুযোগ ছিল আরও একটি জয়ের। ইউরোপা লিগে দারুণ সম্ভাবনা তৈরি করেছিল তারা। কিন্তু আগের দিন সেভিয়ায় বিধ্বস্ত হয়ে সে সুযোগ হাতছাড়া হয়ে যায় তাদের। ফলে হতাশাই ঝরল এ কোচের কণ্ঠে।
বৃহস্পতিবার রাতে সেভিয়ার মাঠে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে ০-৩ গোলের ব্যবধানে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ফলে দুই লেগ মিলিয়ে ৫-২ গোলের অগ্রগামিতায় সেমি-ফাইনালে নাম লেখায় সেভিয়া। বিদায় নেয় ইউনাইটেড।
অথচ প্রথম লেগের ম্যাচে একসময় ২-০ গোলের ব্যবধানে এগিয়ে ছিল রেড ডেভিলরা। কিন্তু ম্যাচের শেষ দিকে এসে দুটি আত্মঘাতী গোল হজম করে দলটি। একই সঙ্গে দলের বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়ও হারায় দলটি। আত্মবিশ্বাস তখন থেকেই তলানিতে। সে ধারায় আগের দিন তো পাত্তাই পায়নি তারা।
এদিন গোলের জন্য খুব একটা বেগ পেতে হয়নি সেভিয়াকে। লিসান্দ্রো মার্তিনেজের ইনজুরিতে বাধ্য হয়ে হ্যারি মাগুয়েইরকে নামানো ইউনাইটেড শুরু থেকেই একের পর এক ভুল করতে থাকে রক্ষণভাগে। ৮ মিনিটের মধ্যেই ইউসুফ এন-নেসেরির গোলে এগিয়ে যায় তারা। শেষ দিকে তিনি গোল করেন আরও একটি। মাঝে লইস বাদেও লক্ষ্যভেদ করেন।
ম্যাচ শেষে তাই নিজেদেরই দায় দিচ্ছেন ইউনাইটেড কোচ টেন হাগ, 'একটা দুর্দান্ত সুযোগ ছিল, কিছু জেতার জন্য দারুণ একটি উপলক্ষ কিন্তু আমরা তা বিলিয়ে দিলাম - আমাদের নিজেদেরকে দোষ দিতে হবে। এটা হাতছাড়া হয়ে গেছে, আমরা এর পরিবর্তন করতে পারব না। আমাদের রোববারের জন্য অপেক্ষা করতে হবে, সেটাই আমাদের পরবর্তী সুযোগ।'
'এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা লড়াইয়ে হেরে গিয়েছি। তাদের আরও আবেগ, আরও আকাঙ্ক্ষা, আরও ইচ্ছা থাকা প্রয়োজন ছিল, ফলে ম্যাচ জেতা কঠিন হয়ে যায়। প্রত্যেকেই জানে ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবে খেলতে চাহিদা এবং মান উচ্চতর হতে হয়,' যোগ করেন এ ডাচ কোচ।
ওয়েম্বলিতে আগামী রোববার এফএ কাপের সেমি-ফাইনালে ব্রাইটনের মোকাবেলা করবে ইউনাইটেড। এর চার দিন পর টটেনহ্যাম হটস্পার্সের মাঠে প্রিমিয়ার লিগের ম্যাচে মাঠে নামবে দলটি।