মায়ামিতে যাওয়ার আগে প্রীতি ম্যাচ খেলতে বেইজিংয়ে মেসি

By স্পোর্টস ডেস্ক

ইউরোপিয়ান ফুটবল থেকে বিদায় নেওয়া আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি কদিনের মধ্যেই যোগ দেবেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে। তার আগে জাতীয় দলের হয়ে প্রীতি ম্যাচ খেলতে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন তিনি।

সম্প্রতি প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)'র অধ্যায় শেষ করেন আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো তারকা। পুরনো ক্লাব বার্সেলোনায় যাওয়ার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত ইউরোপিয়ান ফুটবল ছেড়ে আকর্ষণীয় প্রস্তাবে যুক্তরাষ্ট্রে পাড়ি দিচ্ছেন তিনি।

ক্যারিয়ারের বাঁক বদলের এই সময়ে প্রীতি ম্যাচ খেলতে নামছেন তিনি। স্থানীয় আয়োজকদের উইবো সোশ্যাল মিডিয়া পোস্টে মেসিদের বেইজিং পৌছার খবর দেওয়া হয়েছে। আগামী বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে নামার আগে শনিবার চীনের রাজধানীতে পৌঁছায় আর্জেন্টিনা জাতীয় দল।

এর আগেও ছয়বার চীনে খেলতে গেছেন মেসি। সর্বশেষ ২০১৭ সালে দেশটিতে গিয়েছিলেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা। এবারও মেসিকে বিপুল সংবর্ধনায় স্বাগত জানানো হয়েছে।

গত বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া। তুমুল লড়াইয়ের পর ম্যাচটি ২-১ গোলে জেতেন মেসিরা। ১৫ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে চীনে খেলার পর ইন্দোনেশিয়ায় যাবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। ১৯ জুন স্বাগতিকদের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির দল।