আমি দেম্বেলেকে নিয়ে হতাশ: জাভি

By স্পোর্টস ডেস্ক

আনুষ্ঠানিক চুক্তি না হলেও উসমান দেম্বেলে যে বার্সেলোনাকে বিদায় জানাচ্ছেন তা এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই প্যারিসে পারি দিতে যাচ্ছেন এই ফরাসি। আর তার এমন বিদায়ে হতাশ বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ।

শুরু থেকেই দেম্বেলেকে নিজের পরিকল্পনার অন্যতম অংশ বলে জানিয়ে এসেছিলেন বার্সা কোচ। গত দুই মৌসুমে তার অধীনে খেলেছেনও দারুণ। নতুন মৌসুমেও তাকে নিয়ে আলাদা পরিকল্পনা ছিল জাভির। কিন্তু তার সে সব পরিকল্পনা আপাতত ভেস্তে যাচ্ছে দেম্বেলের বিদায়ে।

মঙ্গলবার যুক্তরাষ্ট্র সফরের শেষ ম্যাচে এসি মিলানের বিপক্ষে ১-০ গোলে জয়ের পর হতাশা প্রকাশ করে এ কোচ বলেন, 'আমি কিছুটা হতাশ। হ্যাঁ, ও আমাদের বলেছে যে ও ইতিমধ্যেই লুইস এনরিকের এবং নাসের আল-খেলাইফির সঙ্গে কথা বলেছে এবং তাকে বোঝানোর কোনো উপায় ছিল না। আমরা চেষ্টা করেছি, কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। আমি তাকে এতো খুশি দেখেছি যে আমি এটা আশা করিনি।'

দেম্বেলের বার্সা ছাড়ার কারণও জানেন না জাভি, 'আমি মাতেউ আলেমানির সঙ্গে যোগাযোগ করছি এবং আমরা ধারাটি সম্পর্কে জানতাম। এটাই বাজার। বার্সা চালিয়ে যাচ্ছে। যে ফুটবলাররা বার্সায় থাকতে চায় না, তাকে ছেড়ে দিতে হবে। আমি ওকে জিজ্ঞেস করলাম কেন, কারণ... ও আসলে আমাকে বলতে পারেনি। কিন্তু এটা স্পষ্ট যে এটা ওর নিজের, ব্যক্তিগত ব্যাপার।'

জানা গেছে দেম্বেলের পজিশনে বিকল্প কোনো খেলোয়াড় দলভুক্ত করবেন না জাভি। তার পরিবর্তে একজন স্ট্রাইকার চেয়েছেন জাভি। তবে সবার আগে একজন রাইটব্যাক তাদের প্রথম চাহিদা বলে জানান তিনি, 'আমরা দেখব ট্রান্সফার মার্কেট কীভাবে আগায়, এছাড়া দেম্বেলের চলে যাওয়াও। আমাদের স্কোয়াডকে শক্তিশালী করতে হবে।'

'দেম্বেলের বিদায় আমাদের দুর্বল করে দিয়েছে। উইংয়ে আমাদের যা আছে তাতে আমি সন্তুষ্ট, কিন্তু আমাদের নিজেদেরকে শক্তিশালী করতে হবে। কিন্তু উসমান যদি থাকত, তারপরও আমাদের নিজেদেরকে শক্তিশালী করতে হত। আমাদের একজন প্রতিষ্ঠিত রাইট-ব্যাক দরকার,' যোগ করেন জাভি।