আগামী সপ্তাহেই রিয়ালের হয়ে যাচ্ছেন এমবাপে!

By স্পোর্টস ডেস্ক

আভাস অনেকদিন ধরেই ছিলো। কিলিয়ান এমবাপে পিএসজি ছেড়ে দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণার পর অনেকটা পরিষ্কার হয়ে যায় ফরাসী তারকার গন্তব্য। এবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পর একটা সম্ভাব্য দিনক্ষণের খবর দিলেন ইতালিয়ান ফুটবল সাংবাদিক ফ্র্যাব্রিজিও রোমানো।

শনিবার রাতে বরুশিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়ে রেকর্ড ১৫তমবারের মতন চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতে রিয়াল। রিয়াল সমর্থকদের আনন্দ দ্বিগুণ হতে পারে এমবাপের চুক্তির খবরে।

রোমানো এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান, 'কিলিয়ান এমবাপে রিয়াল মাদ্রিদে যাচ্ছেন। সমস্ত ডকুমেন্ট স্বাক্ষর হয়ে গেছে, সব কিছু চূড়ান্ত। আগামী সপ্তাহেই রিয়াল মাদ্রিদ এমবাপেকে দলে নেওয়ার ঘোষণা দিবে।' তিনি জানান, গত ফেব্রুয়ারিতেই রিয়ালে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নেন ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো ফরোয়ার্ড।

এমবাপেকে দলে পেতে বেশ আগেই আগ্রহ দেখিয়েছিল রিয়াল। তবে পিএসজি না ছাড়ায় তা আর বাস্তবে রূপ দেয়নি। এবার পিএসজির সঙ্গে চুক্তি শেষ হওয়ায় নতুন চুক্তি করতে রাজী হননি এমবাপে। তার আঙ্খাকাও আঁচ করা যাচ্ছিলো। ফ্রি এজেন্ট হিসেবেই  তাই রিয়াল পেতে যাচ্ছে এমবাপের মতন ফরোয়ার্ডকে। বিশ্বের অন্যতম শীর্ষ এই তারকার বেতন ও অন্যান্য সুবিধা চূড়ান্ত করা, চ্যাম্পিয়ন্স লিগ শেষ হওয়া ইত্যাদির অপেক্ষা ছিলো। সেসব হয়ে যাওয়ায় হয়ত যেকোনো দিনই আসতে যাচ্ছে ঘোষণা।