এমন রাতই মিস করছিলেন মেসি

By স্পোর্টস ডেস্ক

দুই মাসেরও বেশি সময় পর ফিরলেন। আর ফেরার দিনেই নতুন রেকর্ড গড়ে করেছেন জোড়া গোল। সঙ্গে একই অ্যাসিস্টও। ফেরাটা স্বপ্নের মতোই হলো লিওনেল মেসির। এমন রাতের জন্যই যেন অপেক্ষা করছিলেন রেকর্ড আটবারের ব্যালন ডি'অর জয়ী এই মহাতারকা।

বাংলাদেশ সময় সোমবার সকালে মেজর সকার লিগের (এমএলএস) ম্যাচে ফিলাডেলফিয়া ইউনিয়নকে ৩-১ গোলে হারায় ইন্টার মায়ামি। ম্যাচের দ্বিতীয় মিনিটে মিকায়েল উহরের গোলে এগিয়ে গিয়েছিলো ফিলাডেলফিয়াই। তবে ২৬ ও ৩০ মিনিটে পর পর দুই গোল করে দলকে এগিয়ে নেন মেসি। ম্যাচের অন্তিম সময়ে মেসির বাড়ানো বলে ব্যবধান বাড়ান লুইস সুয়ারেজ।

গত ১৪ জুলাই গোড়ালির চোটে পড়ে কোপা আমেরিকার ফাইনালে পুরোটা খেলতে পারেননি মেসি। দ্বিতীয়ার্ধে মাঠ ছাড়েন। যে কারণে গত দুই মাস দুই দিন ছিলেন মাঠের বাইরে। এ সময়ে ইন্টার মায়ামির হয়ে ৯টি ও জাতীয় দলের হয়ে ২টি ম্যাচ মিস করেছেন তিনি। তবে ফেরাটা দারুণ হয়েছে তার।

View this post on Instagram

A post shared by Leo Messi (@leomessi)

ম্যাচ শেষে সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামেও উচ্ছ্বাস প্রকাশ করেন মেসি। বেশ কিছু ছবি আপলোড করে এই তারকা লিখেছেন, 'আমি এমন রাতই মিস করছিলাম। আমরা আমাদের লক্ষ্য অর্জনের জন্য একত্রে যোগ করা চালিয়ে যাচ্ছি।'

জোড়া গোলে এদিন একটি নতুন রেকর্ডও গড়েছেন মেসি। এই ম্যাচের পর মেজর লিগ সকারে মেসির গোল সংখ্যা হলো ১৫টি এবং একই সঙ্গে অ্যাসিস্ট ১৫টি। আর এটা করেছেন মাত্র ১৯টি ম্যাচে। যা এমএলএসের ইতিহাসে দ্রুততম ১৫ গোল ও ১৫ অ্যাসিস্টের রেকর্ড। 

এর আগে ম্যাচ শেষে অ্যাপল টিভিকে দেওয়া সাক্ষাৎকারেও উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন মেসি, 'সত্যি কথা বলতে কি, আমি কিছুটা ক্লান্ত। মায়ামির গরম এবং আর্দ্রতা সহায়ক ছিল না। তবে আমি মাঠে ফিরতে মরিয়া ছিলাম। মাঠ থেকে দূরে থাকার সময়টা অনেক লম্বা হয়ে গিয়েছিল। একটু একটু করে আমি দলের সঙ্গে অনুশীলন শুরু করি এবং ভালো অনুভব করতে থাকি। এ কারণে আমি শুরু থেকে মাঠে থাকার সিদ্ধান্ত নিই। আমি খুবই আনন্দিত এবং তৃপ্ত।'