বড় জয়ের পরও অতৃপ্তি রিয়াল কোচের

By স্পোর্টস ডেস্ক

লা লিগায় শুরুটা ভালো ছিল না রিয়াল মাদ্রিদের। প্রথম তিন ম্যাচেই দুই ড্র। এরপর অবশ্য দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে দলটি। টানা তিন ম্যাচে দারুণ জয় তুলে নিয়েছে তারা। আগের দিন এস্পানিওলকে তো রীতিমতো উড়িয়ে দিয়েছে লস ব্লাঙ্কোসরা। কিন্তু তারপরও সন্তুষ্ট নন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।

ঘরের মাঠ স্তাদিও সান্তিয়াগো বার্নাব্যুতে আগের রাতে এস্পানিওলের বিপক্ষে ৪-১ গোলের ব্যবধানে জয় পেয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। প্রথমার্ধে গোলশূন্য ছিল ম্যাচের ফলাফল। দ্বিতীয়ার্ধের শুরুতে থিবো কোর্তুয়ার আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে তারা। এরপর দানি কার্বাহাল, রদ্রিগো, ভিনিসিয়ুস জুনিয়র ও কিলিয়ান এমবাপের গোলে বড় জয়ই পায় রিয়াল।

এমন জয়ে ম্যাচ শেষে উচ্ছ্বাসই প্রকাশ করেন কোচ আনচেলত্তি, 'আমরা ভালো খেলেছি, দলীয় সমন্বয় ভালো ছিল মাঠে। যদিও কার্যকর হচ্ছিল না একটা সময় পর্যন্ত, তবে আমরা চেষ্টা করে গেছি। দ্বিতীয়ার্ধে খেলা উন্মুক্ত হয়… এই ব্যাপারটা আমাদের সঙ্গে খাপ খাইয়ে যায় দারুণভাবে।'

'পিছিয়ে পড়ার পর আমরা ভালোভাবে সাড়া দিয়েছি এবং পরিপূর্ণ ম্যাচ খেলেছি। আগের ম্যাচগুলির চেয়ে আমরা ভালো খেলেছি এ দিন। ছন্দ ভালো ছিল, আরও বেশি সুযোগ তৈরি করেছি। ভালো ম্যাচ হয়েছে। আস্তে আস্তে আমরা সেরা চেহারায় ফিরছি। আমি খুশি,' যোগ করেন এই ইতালিয়ান কোচ।

এই জয়ে টানা ৩৮ ম্যাচ অপরাজিত রিয়াল। তবে চলতি মৌসুমে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে ফলাফল আনলেও প্রথমার্ধে কাঙ্ক্ষিত গোল পাচ্ছে না দলটি। এ মৌসুম ছয় ম্যাচে মাত্র এক ম্যাচে একটি গোল পেয়েছে প্রথমার্ধে। ১৮ গোলের বাকি ১৭টিই এসেছে দ্বিতীয়ার্ধে।

প্রথমার্ধে ছন্দে না থাকার ব্যাপারটি ভাবাচ্ছে আনচেলত্তিকে, 'এই মৌসুমে একটি ব্যাপার উল্লেখ করতেই হবে, প্রথমার্ধে মাত্র একটি গোল করেছি আমরা। এই ব্যাপারটি নিয়ে ভাবতেই হবে। ম্যাচের আগে ছেলেদের সঙ্গে এটা নিয়ে কথা বলেছি যে, এখানে পরিবর্তন আনতে পারি কি না। সেটা পারিনি আমরা আজকে। তবে এটা ঠিক, আজকে আমাদের তাড়না বেশি ছিল।'