বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ: স্টেডিয়ামে দর্শকদের ঢল 

By ক্রীড়া প্রতিবেদক

এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ দেখতে তৈরি হয়েছে বিপুল উন্মাদনা। হামজা চৌধুরী, শমিত সোম, জামাল ভূঁইয়াদের খেলা দেখতে দুপুর থেকেই স্টেডিয়ামের দিকে ছুটে গেছেন হাজার হাজার মানুষ।

shhiid_muktiyoddhaa_rphik_aahmed.jpg
ছবি: ফিরোজ আহমেদ

ঢাকার জাতীয় স্টেডিয়ামে (পূর্বের বঙ্গবন্ধু স্টেডিয়াম) সন্ধ্যা ৭টায় শুরু হবে খেলা। এই ম্যাচের জন্য মানুষের চাপ সামলাতে দুপুর ২টাতেই খোলা হয় গেইট।

gerilaa_muktiyoddhaa_imtiyyaar_uddin_paashaa_.jpg
ছবি: ফিরোজ আহমেদ

মতিঝিলের  আশেপাশে দুপুর ১টার পর থেকেই তৈরি  হয় ভিড়।

এই ম্যাচ জিততে পারলে এশিয়া কাপের মূল পর্বের আশা উজ্জ্বল হবে বাংলাদেশ দলের।

gerilaa_kmaanddaar_ddaah_maahphujur_rhmaan.jpg
ছবি: ফিরোজ আহমেদ

ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা হামজা চৌধুরীর ভক্তের সংখ্যায় সবচেয়ে বেশি।

gerilaa_muktiyoddhaa_imtiyyaar_uddin_paashaa_.jpg
ছবি: ফিরোজ আহমেদ

এই ম্যাচে বাংলাদেশের একাদশে থাকতে পারেন ছয় প্রবাসী তারকা। কানাডা জাতীয় দলে খেলা শমিত সোমের অভিষেক হবে আজই।