দুবাইয়ে ট্রফি উন্মোচন, এক মঞ্চে আট অধিনায়ক

By ক্রীড়া প্রতিবেদক

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মঙ্গলবার জমকালো আয়োজনে উন্মোচন করা হয় ২০২৫ সালের এশিয়া কাপের ট্রফি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নাকভি ও টুর্নামেন্টে অংশ নেওয়া আট দলের অধিনায়ক।

litton
ছবি: এএফপি

eight captains
ছবি: এসিসি

বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান, ওমান, আরব আমিরাত ও হংকংয়ের অধিনায়করা একসঙ্গে দাঁড়িয়ে ছবি তোলেন ঝকঝকে ট্রফির পাশে।

litton das
ছবি: এসিসি

captains
ছবি: এসিসি

ট্রফি উন্মোচন অনুষ্ঠান শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে অধিনায়করা নিজেদের লক্ষ্য ও প্রত্যাশা প্রকাশ করেন। তাদের বক্তব্যে স্পষ্ট হয়— এদিন থেকে শুরু হওয়া টি-টোয়েন্টি সংস্করণের এই এশিয়া কাপের আসরে জয়ের জন্য নিজেদের শতভাগ উজাড় করে দেবেন তারা।

litton
ছবি: এসিসি

captains
ছবি: এএফপি