পাকিস্তান-আরব আমিরাত ম্যাচ পিছিয়ে গেল এক ঘণ্টা

By স্পোর্টস ডেস্ক

এশিয়া কাপে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার 'এ' গ্রুপের ম্যাচটি এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্মকর্তারা এখনও বিভিন্ন অংশীদার পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

ক্রিকেট বিষয়ক ভারতীয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো বুধবার জানিয়েছে, ম্যাচটি মূলত দুবাইতে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হওয়ার কথা থাকলেও এখন তা পিছিয়ে রাত ৯টা ৩০ মিনিটে শুরু হবে। এর আগে টস অনুষ্ঠিত হবে রাত ৯টায়। এশিয়ান ক্রিকেট কাউন্সিলও (এসিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ম্যাচ পেছানোর কথা নিশ্চিত করেছে।

পিসিবি সভাপতি ও এসিসি চেয়ারম্যান মহসিন নাকভি সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইট করেছেন, 'আমরা পাকিস্তান দলকে দুবাই ক্রিকেট স্টেডিয়ামের উদ্দেশে রওনা দিতে বলেছি। বিস্তারিত পরে জানানো হবে।'

একাধিক সংবাদমাধ্যম জানিয়েছিল, পিসিবি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে অনুরোধ করেছে জিম্বাবুইয়ান ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে এশিয়া কাপ থেকে অপসারণের জন্য। সঙ্গে হুমকি দিয়েছে, যদি তা না মানা হয়, তবে তারা এশিয়া কাপ বর্জন করবে। তাদের অভিযোগ, গত রোববার অনুষ্ঠিত ভারত-পাকিস্তান ম্যাচে হাত না মেলানো নিয়ে তৈরি হওয়া বিতর্কে পাইক্রফট পক্ষপাতদুষ্ট ভূমিকা রেখেছিলেন। আইসিসি অবশ্য সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে। তবে পাকিস্তানের এশিয়া কাপ থেকে সরে দাঁড়ানোর যে শঙ্কা ছিল, সেটাও আপাতত কেটে গেছে।

নাকভি এখন বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনায় রয়েছেন। লাহোরে এক সংবাদ সম্মেলনে পিসিবির মুখপাত্র আমির মীর বলেছেন, 'পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বর্তমানে বোর্ডের সাবেক চেয়ারম্যান রমিজ রাজা ও নাজাম শেঠির সঙ্গে বৈঠক করছেন। তারা বিষয়টি নিয়ে আলোচনা করছেন এবং দুবাইয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। আপাতত ম্যাচ এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে।'

এর আগে গত সোমবার নাকভি টুইট করেছিলেন, 'আইসিসির কাছে পিসিবি আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে যে, ম্যাচ রেফারি (অ্যান্ডি পাইক্রফট) আইসিসির আচরণবিধি ও এমসিসির আইন লঙ্ঘন করেছেন, যা ক্রিকেটের চেতনার বিরোধী। পিসিবি এশিয়া কাপ থেকে ম্যাচ রেফারিকে অবিলম্বে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে।'

পিসিবির অভিযোগ, দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের টসের সময় পাইক্রফট পাকিস্তানের অধিনায়ক সালমান আগাকে বলেছিলেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে হাত না মেলাতে। এরপর ম্যাচ শেষে গোটা ভারত দলই পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করতে অস্বীকৃতি জানায়।

সূর্যকুমার পরে জানান, সিদ্ধান্তটি বিসিসিআই ও ভারত সরকারের নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে নেওয়া হয়েছিল। ওই সিদ্ধান্তের প্রতিবাদে ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেদিন অংশ নেননি সালমান। শুধু তাই নয়, আরব আমিরাতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে গতকাল মঙ্গলবার পাকিস্তান দল অনুশীলন করলেও তারা পূর্ব নির্ধারিত সম্মেলন করেনি।