ফিজ আপাদমস্তক পেশাদার: আর্থার
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ পড়া নিয়ে গত কয়েকদিন ধরে বেশ আলোচনায় বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। বিষয়টি মাঠের বাইরেও নানা ঘটনার জন্ম দিয়েছে; এমনকি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু ভারত থেকে সরিয়ে নেওয়ার সম্ভাবনা নিয়ে বিসিবি ও আইসিসির সঙ্গে আলোচনার খবরও এসেছে।
মাঠের বাইরের এসব ডামাডোলের মধ্যেও অবশ্য বিচলিত হননি মোস্তাফিজ। রংপুর রাইডার্সের হয়ে চলমান বিপিএলে নিজের উজ্জ্বলতা ধরে রেখেছেন তিনি। ৫ ম্যাচে ৯ উইকেট নিয়ে এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তিনে আছেন এই বাঁহাতি পেসার।
মোস্তাফিজের আইপিএল ভাগ্য নিয়ে হতাশা লুকাননি রংপুর রাইডার্সের প্রধান কোচ মিকি আর্থার। তবে তিনি মনে করেন, মাঠের বাইরের এসব ঘটনা এই বোলারের পারফরম্যান্স বা মানসিকতায় কোনো প্রভাব ফেলেনি।
বৃহস্পতিবার সিলেটে দলের ঐচ্ছিক অনুশীলন শেষে সাংবাদিকদের আর্থার বলেন, 'ফিজ একজন আপাদমস্তক পেশাদার। আমাদের জন্য সে অবিশ্বাস্য খেলছে—সে দুর্দান্ত।'
'বোলার হিসেবে ওর সামর্থ্য আমাদের জানা। সে বিশ্বের যেকোনো বোলারের মতোই সেরা, এমনকি অনেকের চেয়ে ভালো। সে দারুণ একজন টিম ম্যান এবং খুবই বিনয়ী ছেলে, তাই তাকে সামলানো মোটেও কঠিন নয়।'
আর্থার আরও বলেন, মোস্তাফিজ অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গেই নিজের কাজটা করে যাচ্ছেন।
'সে প্রতিদিন মাঠে নামে এবং সামর্থ্যের সবটুকু দিয়ে নিজের কাজটা করে। যা ঘটেছে তা ওর জন্য হতাশাজনক। কেকেআরের সঙ্গে ওর খুব ভালো একটা চুক্তি ছিল, যেটা হারানোটা কষ্টের।'
এই পরিস্থিতি নিয়ে মোস্তাফিজের সঙ্গে আলাদাভাবে কথা হয়েছে কি না—এমন প্রশ্নে আর্থার বলেন, 'হ্যাঁ, আমরা এই বিষয়ে সংক্ষেপে আলাপ করেছি। ফিজ আর আমার মাঝে কিছুটা ভাষাগত বাধা থাকলেও আমরা একে অপরকে বুঝতে পেরেছি। আমরা এটা নিয়ে কথা বলেছি এবং সেখানেই চ্যাপ্টারটা শেষ করে সামনে এগিয়ে গেছি।'