৪৪তম বিসিএস প্রিলিমিনারিতে উত্তীর্ণ ১৫৭০৮

By স্টার অনলাইন রিপোর্ট

৪৪তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এতে ১৫ হাজার ৭০৮ জনকে লিখিত পরীক্ষার জন্য যোগ্য ঘোষণা করা হয়েছে।

আজ বুধবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, গত ২৭ মে ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় মোট ২ লাখ ৭৬ হাজার ৭৬০ জন প্রার্থী অংশ নেন।

ফলাফল কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এবং টেলিটকের ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd এ পাওয়া যাবে।

এ ছাড়া টেলিটকের মাধ্যমে নিম্নোক্ত পদ্ধতিতে মেসেজ পাঠিয়ে ফলাফল জানা যাবে। 

PSC<Space>44<Space>Registration Number লিখে ১৬২২২ নম্বরে মেসেজ পাঠাতে হবে।

লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তীতে কমিশনের ওয়েবসাইটে ও প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।