বাংলাদেশের ৯৬ শিক্ষার্থীকে উচ্চ শিক্ষা বৃত্তি দিলো হাঙ্গেরি
হাঙ্গেরি সরকারের উচ্চ শিক্ষা বৃত্তি পেয়েছেন বাংলাদেশের ৯৬ জন শিক্ষার্থী।
আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হাঙ্গেরি সরকার ২০২১-২০২২ সালে উচ্চ শিক্ষার জন্য বাংলাদেশের ৯৬ জন শিক্ষার্থীকে মনোনীত করেছে।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
শিক্ষার্থীদের দুই বছর মেয়াদি এই উচ্চশিক্ষার সব ব্যয় বহন করবে হাঙ্গেরি সরকার।
সম্প্রতি হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে বাংলাদেশ ও হাঙ্গেরির মধ্যে এ সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি সই হয়েছে।