৮ বিভাগীয় শহরে ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু
প্রথমবারের মতো সারা দেশের ৮টি বিভাগীয় শহরে এক যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বিজ্ঞান অনুষদভুক্ত 'ক ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে৷
আজ শুক্রবার সকাল ১১টায় শুরু হওয়া এ পরীক্ষা চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত৷
ঢাকা বিভাগে ৫৮ হাজার শিক্ষার্থী পরীক্ষা দেওয়া কথা রয়েছে৷
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী দ্য ডেইলি স্টারকে বলেন, 'পরীক্ষা খুবই ভালো পরিবেশে শুরু হয়েছে৷ এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর সংবাদ পাইনি৷ প্রত্যাশিতভাবে পরীক্ষা হচ্ছে৷ বিভাগীয় পর্যায়ে আমাদের সহকর্মীরা রয়েছেন। তাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে৷ তারা জানিয়েছেন, পরীক্ষা ভালোভাবে হচ্ছে৷'
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিক সম্মেলনে বলেন, 'আমরা বিভিন্ন বিভাগের সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি৷ তারা আমাদের জানিয়েছেন খুব সুন্দর ও সুষ্ঠুভাবে পরীক্ষা শুরু হয়েছে৷ স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন৷'
তিনি আরও বলেন, 'কোনো শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা যাতে কোনো ধরনের অসাধু পথ অবলম্বনের চেষ্টা না করেন, সে বিষয়ে তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে৷ কোনো ধরনের গুজব ছড়ানো হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নিবে৷ অতীতে যারা অসাধু পথ অবলম্বন করেছিল তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে৷'
সরেজমিনে দেখা গেছে, ঢাবির কেন্দ্রগুলোর ভেতরে শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা দিচ্ছেন। তবে কেন্দ্রের বাইরে অভিভাবকদের জটলা দেখা গেছে৷ তাদের মুখে মাস্ক থাকলেও সামাজিক দূরত্ব বজায় থাকতে দেখা যায়নি৷
এ বিষয়ে উপাচার্য বলেন, 'অভিভাবকদের প্রতি আমাদের অনুরোধ থাকবে তারা যেন স্বাস্থ্যবিধি মেনে চলেন।'