আগামীকাল সকালে যুক্তরাষ্ট্র যাচ্ছেন শাকিব খান

জাহিদ আকবর
জাহিদ আকবর

যুক্তরাষ্ট্র যাচ্ছেন চিত্রনায়ক শাকিব খান। আগামীকাল শুক্রবার সকাল ৭টার ফ্লাইটে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি।

'ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস' এর ১৬তম আসরে অংশগ্রহণ করতেই তার এই যাত্রা।

আগামী ১৪ নভেম্বর নিউইয়র্ক শহরে অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ এই সংগীত অ্যাওয়ার্ড অনুষ্ঠান।

চ্যানেল আইয়ের ইজাজ খান স্বপন দ্য ডেইলি স্টারকে বলেন, 'স্বাধীনতার ৫০ বছর স্মরণীয় করে রাখতে নিউইয়র্কে এই আয়োজন। শাকিব খান ছাড়াও দেশের জনপ্রিয় অনেক তারকারা সেখানে যাচ্ছেন। স্বদেশের ৫০ জন গুণী মানুষকে সম্মাননা জানানো হবে এই আয়োজনে।'

শাকিব খান টানা ৩৫ দিন শুটিং করে শেষ করেছেন 'গলুই' সিনেমার কাজ। তার মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা 'নবাব এলএলবি'।