কিশোরগঞ্জে হাওরে নৌকাডুবি: ৩ মরদেহ উদ্ধার

By নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় হাওরে নৌকাডুবিতে নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলার বড়িবাড়ি ইউনিয়নের এনশহিলার হাওর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃতরা হলেন: কিশোরগঞ্জের করিমগঞ্জের হালগড়া গ্রামের সিরাজ উদ্দিন (৬০) ও ওয়াসিম (৩৫) এবং তাড়াইল উপজেলার মো. মাসুদ (২৫)।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম মোল্লা দ্য ডেইলি স্টারকে বলেন, 'গতকাল সোমবার দুপুরে ইঞ্জিনচালিত নৌকায় ৫ জন তাড়াইল উপজেলার দামিহা এলাকা থেকে কাঁঠাল নিয়ে ইটনা সদর ইউনিয়নের বেতেগায় যাচ্ছিলেন।'

তিনি আরও বলেন, 'বড়িবাড়ি ইউনিয়নের এনশহিলার হাওরে পৌঁছালে প্রবল বাতাসে নৌকাটি উল্টে যায়। সেসময় ২ জন সাঁতরে পাশে মাছ ধরার নৌকায় উঠেন। কিন্তু, ৩ জন তলিয়ে যান।'

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ৪ সদস্যের দল, নৌ-পুলিশ ও থানা পুলিশ গতকাল রাত ৮টা পর্যন্ত অভিযান চালিয়েও তাদের কোনো খোঁজ পায়নি।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ডুবে যাওয়া নৌকার ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে জানান ওসি।