চাটখিলে দিঘীতে গোসল করতে নেমে আবারও ১ জনের মৃত্যু
নোয়াখালীর চাটখিল উপজেলায় দিঘীতে গোসল করতে নেমে ১ জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ৫নং মোহাম্মদপুর ইউনিয়নের জনতা বাজার দিঘীতে এ ঘটনা ঘটে।
মৃত মো. স্বপন (৫৫) মোহাম্মদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান বাহালুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে চাটখিল থানায় বিষয়টি জানানো হয়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. ইউছুফ হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, সকাল ১০টার দিকে স্বপন জনতা বাজার দিঘীতে গোসল করতে যান। বেশ কিছুক্ষণ নিখোঁজ থাকার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
বাড়িতে পল্লী চিকিৎসক মো. সোহেলকে ডাকা হলে তিনি স্বপনকে মৃত ঘোষণা করেন।
জানতে চাইলে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন ডেইলি স্টারকে বলেন, 'মরদেহ ময়না তদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।'
এর আগে গত বুধবার চাটখিলের খিলপাড়া ইউনিয়নের মল্লিকা দিঘীতে সাঁতার কাটতে গিয়ে উপ-কর কমিশনার ওমর ফারুক মাসুম (৩২) মারা যান।
