নোয়াখালীতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

By নিজস্ব সংবাদদাতা,নোয়াখালী

নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নে পুকুরে ডুবে ২ শিশু মারা গেছে।

গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড চানপুর সাহা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত আবদুল কাইয়ুম ইমতিয়াজ (৮) উপজেলার সাহা গ্রামের আবদুল করিমের ছেলে এবং সামিউল বাসির (৭) একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

তারা চাচাতো ভাই ছিল এবং স্থানীয় একটি মাদ্রাসায় পড়ত। 

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম জানান, বুধবার বিকেলের দিকে ২ শিশু খেলতে বের হয়। সন্ধ্যার দিকে তারা ফিরে না আসায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।