রূপপুরে ডিসট্রিবিউশন বক্সের আঘাতে বিদ্যুৎকর্মীর মৃত্যু

By নিজস্ব সংবাদদাতা, পাবনা

ডিসট্রিবিউশন বক্সের আঘাতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে একজন বিদ্যুৎকর্মী মারা গেছেন।

নিহত মো. আনোয়ার হোসেন (৩০) কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বহুরচর ইউনিয়নের মোসলেমপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োজিত ইএসকেএম কোম্পানির বিদ্যুৎকর্মী ছিলেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার দ্য ডেইলি স্টারকে বলেন, 'গতকাল বৃহস্পতিবার রাতে আনোয়ার বিদ্যুতের কাজ করছিলেন। হঠাৎ তার ওপর বিদ্যুৎকেন্দ্রের একটি ডিস্ট্রিবিউশন বক্স পড়ে যায়। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।'

আজ সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।