রাশিয়ার ‘যৌক্তিক উদ্বেগ’ চীন বোঝে: রুশ পররাষ্ট্রমন্ত্রীকে চীনা পররাষ্ট্রমন্ত্রী

By স্টার অনলাইন ডেস্ক

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে ফোনে কথা বলেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির খবরে বলা হয়েছে, রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, বেইজিং 'সব দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে সর্বদা সম্মান করে।'

তিনি আরও বলেন, ইউক্রেনের বিষয়টি 'জটিল এবং এর বিশেষ ইতিহাস' রয়েছে। নিরাপত্তা ইস্যুতে রাশিয়ার এই 'উদ্বেগ যৌক্তিক' এবং চীন সেটি বোঝে বলেও জানান তিনি।

ইউক্রেন যে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটে যোগদানের আগ্রহ প্রকাশ করেছে সেই প্রসঙ্গে ওয়াং বলেন, এই 'শীতল যুদ্ধের মানসিকতা' সম্পূর্ণরূপে পরিত্যাগ করা উচিত এবং সংলাপের মাধ্যমে একটি 'ভারসাম্যপূর্ণ, কার্যকর এবং টেকসই ইউরোপীয় নিরাপত্তা ব্যবস্থা' প্রতিষ্ঠা করা উচিত।