অনুমোদনহীন নৌকা চলাচল করছে রাজধানীর গুলশানে!

By স্টার নিউজ প্লাস

২০১৬ সালে গুলশানে হোলি আর্টিজানে হামলার পর আইনশৃঙ্খলা বাহিনী কড়াইল বস্তি ও গুলশান-১ এর মধ্যকার লেকে নৌকা চলাচল বন্ধ করে দেয়।

চলতি বছরের শুরুতে বস্তির বাসিন্দা কয়েকজন মাঝি আবার সেখানে নৌকায় যাত্রী পারাপার শুরু করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কীভাবে চলছে এই পারাপার? জানবো আজকের স্টার নিউজ প্লাসে।