কাদাকনাথ মুরগি: পুষ্টিকর ডিম ও মাংসের উৎস

By ইনসাইড বাংলাদেশ

কালো রঙের 'কাদাকনাথ' মুরগির জাতটি এসেছে ভারতের মধ্য প্রদেশ থেকে। এ মুরগির ডিম ও মাংস পুষ্টিকর এবং ওষধি গুণসম্পন্ন। এর মাংসে কোলেস্টরেল কম এবং অনেক ধরনের ভিটামিনে ভরপুর।

'কাদাকনাথ'সহ মুরগির অন্যান্য কয়েকটি জাত নিয়ে আজকের ইনসাইড বাংলাদেশ।