টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে প্লাবিত সুনামগঞ্জ

By স্টার নিউজবাইটস

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে হাওর ও নদ-নদীর পানি বেড়ে যাওয়ায় প্লাবিত হয়েছে সুনামগঞ্জের লালপুর, গৌরারং, সাহেববাড়ি ঘাটসহ নিম্নাঞ্চলের বেশ কয়েকটি এলাকা।

ফসল ঘরে তোলার সময় এমন বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে কৃষকের। নদীর পানি বেড়ে যাওয়ায় এলাকার কাঁচা রাস্তাগুলো ভেসে গেছে। যোগাযোগের একমাত্র বাহন এখন নৌকা।