তবুও আমার নিজের দেশে ফেরার অধিকার আছে: তসলিমা নাসরিন

By স্টার স্পেশাল

বাংলা সাহিত্যে যে কয়জন সাহিত্যিকের নাম বিশ্বব্যাপী পরিচিত তাদেরই একজন তসলিমা নাসরিন। বিতর্কিত লেখনীতে যতটা তিনি নন্দিত, তারচেয়ে বেশি নিন্দিত।

লেখালেখির জন্য দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, বেছে নিতে হয়েছে নির্বাসিত জীবন। তবুও দমে যাননি তিনি। দুহাতে লিখে চলেছেন প্রতিনিয়ত। তার নির্বাসিত জীবনে খুব কমই কথা বলেছেন বাংলাদেশি মিডিয়ার সঙ্গে।

সম্প্রতি এই লেখকের মুখোমুখি হয়েছে দ্য ডেইলি স্টার। আলাপচারিতায় তিনি স্মৃতিচারণ করেছেন তার অতীত জীবন নিয়ে, জানিয়েছেন ভবিষ্যৎ পরিকল্পনা ও বর্তমানের কথা। চলুন শুনি একজন তসলিমা নাসরিনের না বলা কিছু কথা।