দেশীয় যন্ত্রাংশে নির্মিত আমির হোসেনের গাড়ি
বগুড়ায় আবদুল জোব্বারের পরিচিত ছিল 'ধলু মেকার' নামে। তার ছেলে আমির হোসেনের যন্ত্রের সঙ্গে পরিচয় মাত্র ৫ বছর বয়সে। বর্তমানে ৫৮ বছর বয়সী আমির হোসেন শুরুতে মূলত কৃষিকাজের বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করতেন। ২০০৬ সালে সম্পূর্ণ দেশীয় যন্ত্রাংশ ব্যবহার করে গাড়ি তৈরি করে ফেলেন এই উদ্ভাবক। উদ্ভাবনের নেশায় এখনও কাজ করে যাচ্ছেন তিনি, তৈরি করছেন পরিবেশবান্ধব গাড়ি।
আজকের ইনসাইড বাংলাদেশে জানাব উদ্ভাবক আমির হোসেনের গল্প।