ফুল-উদ্ভিদের ‘জাদুঘর’ বলধা গার্ডেন

By ইনসাইড বাংলাদেশ

ব্রিটিশ ভারতে ঢাকায় সৌখিন বাগান বাড়ি করেছিলেন তদানীন্তন ঢাকা জেলার বলধার জমিদার নরেন্দ্রনারায়ণ রায় চৌধুরী। ১৯০৯ খ্রিষ্টাব্দে তিনি ৩ দশমিক ১৫ একর জায়গা নিয়ে বাগান বাড়িটির সূচনা করেন।

বর্তমানে এখানে প্রায় ৮০০ প্রজাতির ১৮ হাজার উদ্ভিদ রয়েছে। এখানে এমন কিছু বিরল প্রজাতির উদ্ভিদ রয়েছে, যা শুধু বাংলাদেশেই নয় এমনকি এই উপমহাদেশের অন্য কোথাও পাওয়া যাবে না।

ইনসাইড বাংলাদেশে দেখুন ইট-পাথরের ঢাকায় ফুল ও উদ্ভিদের 'জাদুঘর' বলধা গার্ডেন।