সদর স্ট্রিট: কলকাতায় এক টুকরো বাংলাদেশ
তিলোত্তমা নগরী কলকাতার জমজমাট এক রাস্তা সদর স্ট্রিট। শহরবাসীদের তো বটেই এই পথে ভিনদেশি, বিশেষ করে বাংলাদেশের মানুষজনের নিত্য আনাগোনা। এই রাস্তায় অধিকাংশ মানুষই যেহেতু বাংলাদেশ থেকে যাওয়া পর্যটক, তাই হঠাৎ করে কেউ এই পথে দাঁড়ালে বাংলাদেশের কোনো রাস্তা বলেই ভ্রম হবে। অথচ এই রাস্তার পেটের মধ্যেই লুকিয়ে আছে ইতিহাস। বঙ্গ মনিষার স্মৃতি।
বাংলাদেশিদের কাছে সদর স্ট্রিট মানে এক টুকরো বাংলাদেশ।
আজ স্টার স্পেশালে থাকছে কলকাতার সদর স্ট্রিটের কথা।