‘যাকে ভালো সিনেমা বলছি তা ব্যবসাসফল হচ্ছে না, তাহলে ভালো কোনটা?’

By স্টার এন্টারটেইনমেন্ট নিউজ অফ দ্য উইক

আবারও রূপালী পর্দায় একসঙ্গে দেখা গেল সিয়াম আহমেদ ও পূজা চেরিকে। তাদের অভিনীত সত্য ঘটনা অবলম্বনে নির্মিত থ্রিলারধর্মী চলচ্চিত্র 'শান' এবারের ঈদে মুক্তি পেয়েছে। দ্য ডেইলি স্টার এর সাথে আলাপচারিতায় সিয়াম এবং পূজা কথা বলেছেন 'শান' ছবির শুটিং-এর নানা মজার অভিজ্ঞতা, সিনেমায় তাদের চরিত্র নিয়ে।

স্টার এন্টারটেইনমেন্ট নিউজ অফ দ্য উইক-এ দেখুন নাজিবা বাশারের সঙ্গে সিয়াম আহমেদ ও পূজা চেরির কথোপকথন।