শেখ হাসিনার ডক্টরেট ডিগ্রি বাতিলের পর্যালোচনা করছে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি

আকিদুল ইসলাম
আকিদুল ইসলাম

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হওয়ার পর বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিল করতে পর্যালোচনা করছে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি।

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির অনারারি কমিটি ১৯৯৯ সালে শেখ হাসিনাকে আইনে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেয়। 

গণহত্যায় অভিযুক্ত হওয়ার পর সেটি বাতিলের প্রক্রিয়া চলছে বলে অস্ট্রেলিয়ার শীর্ষ মিডিয়াগুলো জানিয়েছে।

8b2BB1GymFcimkndLhawG-Ox8JY-De5ZzOi266BFJpE.jpg

ইউনিভার্সিটির এক মুখপাত্র বলেন, 'এই ডিগ্রি বাতিল করা হলে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির ইতিহাসে এটি হবে একটি ঐতিহাসিক পদক্ষেপ। এই ধরনের ডিগ্রি প্রত্যাহার বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ইতিহাসে ঘটেনি এবং কোনো পদ্ধতিগত নজির নেই।'

'দ্য ক্যানবেরা টাইমস' এটা নিয়ে দীর্ঘ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। 

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনার পর শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এর  কয়েকদিন পরই অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির এ সিদ্ধান্ত এসেছে।

ক্যানবেরা টাইমস লিখেছে, 'বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৪ সালের অক্টোবরে হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। কয়েক মাস আগে গণবিক্ষোভের মধ্যে তাকে ক্ষমতাচ্যুত করার পর তিনি ভারতে পালিয়ে যান।'

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মতে, সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ছাত্রদের নেতৃত্বে বিক্ষোভ দমন-পীড়নের সময় এক হাজার জনের বেশি লোক নিহত হয়েছিল।

প্রতিবেদনে আরও বলা হয়, হিউম্যান রাইটস ওয়াচ শেখ হাসিনার অধীনে সেনাবাহিনীকে কারফিউ আদেশ কার্যকর করার জন্য গুলি করার নির্দেশ দেওয়ার জন্য অভিযুক্ত করেছে।

শেখ হাসিনা হাসিনা ভারতে লুকিয়ে আছেন বলে জানা গেছে এবং বাংলাদেশ পুলিশ শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করার অনুরোধ করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক