৩৫তম নিউইয়র্ক বইমেলার আহ্বায়ক ড. নজরুল ইসলাম

নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার ৩৫তম আসরের আহ্বায়ক নির্বাচিত হয়েছেন অর্থনীতিবিদ ড. নজরুল ইসলাম।

আগামী ২২ থেকে ২৫ মে নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে চার দিনব্যাপী এই বইমেলা অনুষ্ঠিত হবে।

আহ্বায়ক মনোনীত হওয়ার পর এক বার্তায় ড. নজরুল ইসলাম বলেন, '২০২৬ সালে ৩৫তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলাকে সুশৃঙ্খল, অন্তর্ভুক্তিমূলক ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে আমি সবার সহযোগিতা কামনা করছি।'

তিনি এই বইমেলার আয়োজক মুক্তধারা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।

গত ৩ জানুয়ারি মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারপারসন ডা. জিয়াউদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির ভার্চ্যুয়াল সভায় সর্বসম্মতিক্রমে ড. নজরুল ইসলামকে এই দায়িত্ব দেওয়া হয়।

এর আগে ২০১৯ সালেও তিনি নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার আহ্বায়কের দায়িত্ব পালন করেছিলেন।

২০২৫ সালে ৩৪তম আসরের আহ্বায়কের দায়িত্ব পালন করেছিলেন ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সাবেক প্রধান ও সাংবাদিক রোকেয়া হায়দার।