সালমান শাহের স্মরণে আরিফিন শুভর প্রথম উপস্থাপনা

By স্টার অনলাইন রিপোর্ট

অমর নায়ক সালমান শাহ স্মরণে বিশেষ অনুষ্ঠান “ও আমার বন্ধু গো” প্রচারিত হবে আজ রাত ৮টায় মাছরাঙা টেলিভিশনে। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন এই প্রজন্মের নায়ক আরিফিন শুভ।

অনুষ্ঠানটি সাজানো হয়েছে সালমান শাহকে নিয়ে তথ্যচিত্র, ছবি এবং তাঁর নতুন কিছু খবর নিয়ে।

আরেফিন শুভ দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “প্রিয় নায়ক সালমান শাহ’র প্রতি সম্মান জানাতে প্রথমবারের মতো টিভি অনুষ্ঠান সঞ্চালনা করেছি। তাঁর লাখ লাখ ভক্তের মধ্যে আমিও একজন ভক্ত। তাঁর কথা ভক্তরা এখনো ভুলে যাননি। অনুষ্ঠানটি উপস্থাপনা করতে গিয়ে কান্না ধরে রাখতে পারেনি।”

“ও আমার বন্ধু গো” প্রযোজনা করেছেন এস এম হুমায়ুন কবির।