৫০০ পর্বে ‘অপরাজিতা’ ও ‘পালকি’

By স্টার অনলাইন রিপোর্ট

বেসরকারি স্যাটেলাইট চ্যানেল দীপ্ত টেলিভিশনের দুটি ধারাবাহিক নাটক পৌঁছে গেছে ৫০০ পর্বে। একটি “অপরাজিতা” আর অপরটি “পালকি”।

রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় প্রচারিত হয় “অপরাজিতা”। আর একই দিনে “পালকি” প্রচারিত হয় সন্ধ্যা ৭ টায়।

আশাপূর্ণা দেবীর উপন্যাস-ভিত্তিক নাটক “অপরাজিতা”-র গল্প আবর্তিত হয়েছে সমাজের নানা প্রতিকূলতার মধ্যে নারীর চলমান জীবন সংগ্রামকে নিয়ে।

একইভাবে, “পালকি” আবর্তিত হয়েছে সাহসী এক মেয়ের গল্প নিয়ে যিনি তাঁর পরিবারকে রক্ষা করতে সদা সচেষ্ট।