আজ পুরস্কৃত হবেন অক্ষয় কুমার

By স্টার অনলাইন রিপোর্ট

আজ ৩ মে, ভারতের ৬৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করা হবে। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি রাষ্ট্রপতি ভবনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন। বলিউড অভিনেতা অক্ষয় কুমার প্রথম বারের মতো চলচ্চিত্রে অভিনয়ের জন্য কোন পুরস্কার গ্রহণ করবেন আজ।

গত ৭ এপ্রিল প্রকাশিত ফলাফল অনুযায়ী রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার গ্রহণ করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীরা। বিজয়ীদের মধ্যে সব থেকে বেশি আলোচিত ব্যক্তি হচ্ছেন অক্ষয় কুমার। তাঁর এই অর্জন নিয়ে উঠেছিল প্রশ্ন। অনেকের মতে, এবারে অক্ষয়ের থেকে এই পুরস্কার পাবার জন্য বেশি যোগ্য ছিলেন আমির খান।

আরও পড়ুন: অক্ষয়ের জাতীয় পুরস্কার প্রশ্নবিদ্ধ

পুরস্কার গ্রহণ করতে যাওয়ার আগে তিনি তাঁর টুইটারে তরুণদের উদ্দেশ্যে এক বার্তা দেন। ভিডিও বার্তাটির ক্যাপশনে তিনি লেখেন, “কোন তালা যেমন চাবি ছাড়া তৈরি হয় না, তেমনি সমাধান অযোগ্য কোন সমস্যাও নেই।…”

[twitter]

[/twitter]