টিভি শো নিয়ে ফিরছেন সুনীল শেঠি

By স্টার অনলাইন রিপোর্ট

মেয়ে আথিয়া শেঠি এবং ছেলে আহান শেঠিকে ট্র্যাকে তুলে দিয়ে এখন নিজে পুনরায় দর্শকদের সামনে ফেরার পরিকল্পনা করছেন বলিউডের একসময়ের অ্যাকশন হিরো সুনীল শেঠি।

তবে কোন সিনেমায় নয়, তিনি আসছেন একটি টেলিভিশন রিয়েলটি শো নিয়ে। ৫৫-বছর বয়সী এই অভিনেতাকে শেষবার দেখা গিয়েছিল ‘দ্য শোকিনস’-এ একটি ছোট চরিত্রে।

মুম্বাই মিররের খবরে বলা হয়, সুনীল ‘ইন্ডিয়া’স আসলি চ্যাম্পিয়ন… হ্যায় দুম’ নামের একটি রিয়েলিটি শো এর জন্য গোয়া যাচ্ছেন। গত দুমাস ধরে বিষয়টি নিয়ে তিনি নিয়মিত মুম্বাই-গোয়া যাওয়া-আসা করছেন।