ভিডিও: ১৮ কোটি রুপির প্রস্তাব ফিরিয়ে দিলেন বাহুবলির প্রভাস

By স্টার অনলাইন রিপোর্ট

বিভিন্ন পণ্যের মুখপাত্র হিসেবে ১৮ কোটি রুপির প্রস্তাব ফিরিয়ে দিলেন বাহুবলির নায়ক প্রভাস।

প্রভাসের একজন মুখপাত্র ভারতীয় গণমাধ্যমকে বলেন, “হ্যাঁ, সত্যিই তাই। প্রভাসকে অনেকগুলো ব্র্যান্ডের তরফ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি এসব প্রস্তাবে রাজি হন নি। প্রায় ১৮ কোটি রুপির এ প্রস্তাবগুলো ফিরিয়ে দেওয়া হয়েছে।”

তবে, এবারই তিনি এমনটি করেছেন তা কিন্তু নয়। বাহুবলির প্রথম পর্ব বক্স অফিসে সাফল্যের মুখ দেখার সঙ্গে সঙ্গে বিভিন্ন নামি-দামি ব্র্যান্ডের প্রস্তাব আসতে থাকে তেলেগু ছবির এই অভিনেতার কাছে। এমনকি, বাহুবলির দ্বিতীয় পর্বের শুটিং চলাকালেও পণ্যের মুখপাত্র হিসেবে ১০ কোটি রুপির একটি প্রস্তাব ফিরিয়ে দেন তিনি।

৩৭ বছর বয়সী এই অভিনেতা এক মাসের ছুটি কাটাতে এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ফিরে এসে “সাহু” শিরোনামের একটি ছবির শুটিংয়ে অংশ নেবেন প্রভাস।

 

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

 

আরও পড়ুন:

ভিডিও: বাহুবলি’র প্রভাস ছিলেন বলিউডে সুপার-ফ্লপ