মেয়ে আরাধ্যকে নিয়ে মুম্বাই ছাড়লেন ঐশ্বরিয়া রাই

By স্টার অনলাইন রিপোর্ট

কান চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার জন্যে মেয়ে আরাধ্যকে নিয়ে গত সন্ধ্যায় মুম্বাই ছাড়লেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন।

ঐশ্বরিয়া কানের লাল গালিচায় হাঁটবেন ১৯ মে এবং অপর বলিউড অভিনেত্রী সনম কাপুর গালিচায় আসবেন ২১ মে।

অভিনেত্রী শ্রুতি হাসান এবং সংগীতপরিচালক এ আর রহমানকেও দেখা যেতে পারে কানের আঙিনায়, খবর এনডিটিভির।

ভারতীয় তারকাদের মধ্যে দীপিকা পাড়ুকোন এবং মল্লিকা শেরাওয়াত গতকাল কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিনেই এর লাল গালিচায় হেঁটেছেন।

মারশেসার গাউন পড়ে লরিয়েল-এর দূত হিসেবে দীপিকা কানে তাঁর অভিষেক ঘটান গতকাল। আজকেও তাঁকে দেখা যাবে উৎসবের লাল গালিচায়। এদিকে, জর্জ হোবেকার গাউন পড়ে মল্লিকা দেখতে যান একটি ফরাসী চলচ্চিত্র।