সত্যজিতের জন্মদিন উপলক্ষে কলকাতায় চলচ্চিত্র উৎসব

By কলকাতা প্রতিনিধি

সত্যজিৎ রায়ের ৯৭তম জন্মদিন উপলক্ষে কলকাতার নন্দন প্রেক্ষাগৃহে একদিনের চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয় গত মঙ্গলবার।

উৎসবের উদ্বোধন করেন দ্বিতীয় ফেলুদা চরিত্রের জনপ্রিয় অভিনেতা সব্যসাচী চক্রবর্তী এবং সত্যজিৎ রায়ের ছেলে চলচ্চিত্রনির্মাতা সন্দীপ রায়।

অনুষ্ঠানে সত্যজিৎ রায়ের জীবন নিয়ে নির্মিত দুটি তথ্য চিত্রও দেখানো হয়। এসময় তথ্যচিত্রে অংশ নেওয়া কুলাকুশলীরাও প্রেক্ষাগৃহে উপস্থিত ছিলেন।

উৎসবে ১১টি চলচ্চিত্র দেখানো হয়। এর মধ্যে পাঁচটিই ফেলুদা গোয়েন্দাদের চলচ্চিত্র। যেমন, “গোলাপি মুক্তা রহস্য”, “অম্বর সেন অন্তর্ধান রহস্য”, “জাহাঙ্গীরের স্বর্ণমুদ্রা” ও “শেয়াল দেবতা রহস্য”।

ফেলুদার গোয়েন্দাগিরি দেখতে তাই সকাল থেকেই সত্যজিৎ ভক্তরা লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে ছিলেন নন্দন প্রেক্ষাগৃহের সামনে।