মৌসুমীর প্রথম উপস্থাপনা

By স্টার অনলাইন রিপোর্ট

এবার উপস্থাপনায় দেখা যাবে অভিনেত্রী  মৌসুমী হামিদকে। জিটিভিতে প্রচারিত ‘আজকের অনন্যা’  শিরোনামের অনুষ্ঠানটিতে প্রথমবারের মতো উপস্থাপনায় দেখা যাবে তাঁকে।

এরইমধ্যে  কয়েকটি পর্বের শুটিং শেষ হয়েছে। আগে এই অনুষ্ঠানটি উপস্থাপনা করতেন লাক্স তারকা বাধঁন। ‘আজকের অনন্যা’-র উপস্থাপনা  শুরুটা করেছিলেন অভিনেত্রী তানিয়া আহমেদ।

চ্যানল সূত্র জানায়,  মৌসূমী হামিদের উপস্থাপনার পর্বগুলোর প্রচার খুব শীঘ্রই শুরু হবে।

মৌসুমী হামিদ আবু শাহেদ ইমনের ‘জালারের গল্প’, সাফি উদ্দিন সাফির ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী টু’ এবং অনন্য মামুনের ‘ব্ল্যাক মেইল’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন। এছাড়াও, তিনি অভিনয় করবেন সুমন আনোয়ারের `কয়লা’ সিনেমাটিতে।