‘আমাদের চলচ্চিত্রকে ভালোবাসুন, প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখুন’

By স্টার অনলাইন রিপোর্ট

‘আমাদের চলচ্চিত্রকে ভালোবাসুন, প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখুন’ – এমন প্রতিপাদ্য বিষয় নিয়ে আজ পালন করা হচ্ছে জাতীয় চলচ্চিত্র দিবস।

মুক্তিযুদ্ধের চেতনায় আনন্দ উৎসব আর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আজ সকাল সাড়ে ১০টার দিকে এফডিসিতে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

এসময় তাঁর সঙ্গে ছিলেন জাতীয় চলচ্চিত্র দিবস আয়োজনের আহ্বায়ক কিংবদন্তী অভিনেতা নায়করাজ রাজ্জাক, বরেণ্য অভিনেতা হাসান ইমাম, এফডিসির ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ ও তথ্য মন্ত্রণালয়ের সচিব মুরতুজা আহমেদ। এছাড়াও, চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতা ও শিল্পীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পঞ্চমবারের মতো চলচ্চিত্র দিবস পালন করা হচ্ছে এ বছর। এবারের চলচ্চিত্র দিবসের প্রতিপাদ্য বিষয় ‘আমাদের চলচ্চিত্রকে ভালোবাসুন, প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখুন’।

উদ্বোধনী অনুষ্ঠানের পর শোভাযাত্রায় অংশ নেন চলচ্চিত্র জগতের কলাকুশলীরা। এছাড়াও, দিনব্যাপী আয়োজনে থাকছে সেমিনার, চলচ্চিত্র প্রদর্শনী ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান।