এক নায়িকা সায়ন্তিকা, কিন্তু অন্যজন?

By জাহিদ আকবর

গুলশানের বাসভবনে একটি সিনেমার গল্প নিয়ে আজ দুপুর আলোচনা করছেন শাকিব খান ও কলকাতার পরিচালক রাজীব বিশ্বাস। সিনেমার নাম এখনও চূড়ান্ত হয়নি।

দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, পরিচালক রাজীব বিশ্বাস এসেছেন। তাঁর সঙ্গে সিনেমার গল্প নিয়ে বিস্তারিত কথা বলছি। এই সিনেমায় আমার নায়িকা দু’জন একজন হলেন সায়ন্তিকা, অন্যজন কে তা দুইদিন পরে জানাবো।

কলকতার শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস ছবিটি প্রযোজনা করছে।

১৫ মার্চ থেকে শুটিং শুরু হবে রাজিব বিশ্বাস পরিচালিত ছবিটির। গতবছর যৌথ প্রযোজিত ‘শিকারী’ দিয়ে আলোচনায় ছিলেন শাকিব খান। মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর নতুন যৌথ প্রযোজিত সিনেমা ‘নবাব’। বিপরীতে রয়েছেন কলকাতার শুভশ্রী।