কলকাতায় শাকিব খানের জন্মদিন পালন, দেশে এতিম শিশুদের জন্য খাবার

By স্টার অনলাইন রিপোর্ট

গত ২৮ মার্চ ছিল এ সময়ের বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় নায়ক শাকিব খানের জন্মদিন। শুটিংয়ের জন্য এবার তিনি কলকাতায় ছিলেন।

দেশের প্রিয়জনরা শাকিব খানকে তাঁর জন্মদিনে মিস করলেও কলকাতায় শুটিংয়ের ফাঁকে কাটা হয় জন্মদিনের কেক।

রাজীব বিশ্বাস পরিচালিত নতুন একটি সিনেমার শুটিং করছেন শাকিব খান। তাঁর বিপরীতে নায়িকা হিসেবে রয়েছেন নুসরাত ও সায়ন্তিকা। পরিচালক রাজীবসহ সিনেমার ইউনিটের অনেকেই ছিলেন জন্মদিনের ঘরোয়া আয়োজনে।

এছাড়াও, বাংলাদেশে শাকিব খানের জন্মদিন উপলক্ষ্যে রাজধানীর মগবাজারে তিনটি এতিমখানায় শিশুদের খাওয়ানো ব্যবস্থা করা হয়।

উল্লেখ্য, আগামী ৭ এপ্রিল মুক্তি পাচ্ছে শাকিব খান ও পাওলি দাম অভিনীত ‘সত্তা’।