নতুন চলচ্চিত্র নিয়ে কথা হচ্ছে: অপু বিশ্বাস

By স্টার অনলাইন রিপোর্ট

নতুন একটি চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছেন অভিনেত্রী অপু বিশ্বাস। এ বিষয়ে তিনি আজ (১৩ অক্টোবর) সকালে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে জানান যে সব কিছু ঠিক থাকলে শীঘ্রই নতুন ছবিতে চুক্তিবদ্ধ হবেন তিনি।

স্ট্যাটাসে তিনি লিখেন, “আমি অপু বিশ্বাস, একজন পেশাদার অভিনেত্রী, অভিনয় আমার পেশা, এবং নেশা। আমি দীর্ঘদিন ব্যক্তিগত কারণে চলচ্চিত্র থেকে দূরে ছিলাম। খুব শীঘ্রই আমি আবার চলচ্চিত্রে ফিরছি।”

তিনি আরও লিখেন, “যেহেতু অভিনয় আমার পেশা সে কারণে অনেকেই আমার কাছে আসছেন, নতুন চলচ্চিত্র নিয়ে কথা হচ্ছে। আমি আগ্রহ সহকারে গল্প শুনছি। ব্যাটে বলে মিলে গেলে খুব তাড়াতাড়ি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়ে আবার আপনাদের ভালোবাসা নিয়ে আপনাদের মাঝে ফিরে আসবো।”

আপাতত কোন গুজবে কান না দেওয়ার জন্যে ভক্তদের প্রতি আহ্বানও জানিয়েছেন ঢালিউডের অন্যতম জনপ্রিয় এই অভিনেত্রী।

উল্লেখ্য, গত ঈদুল ফিতরে অপু-শাকিব খানের “রাজনীতি” মুক্তি পায়।

 

আরও পড়ুন

কেমন চলছে অপু বিশ্বাসের সংসার?

‘তালাক’ নিয়ে যা বললেন অপু বিশ্বাস