৪৪ বছরে নিপুন

By স্টার অনলাইন রিপোর্ট

স্বাধীনতার মাত্র দু বছরের মাথায় যখন দেশ পুনর্নির্মাণের কাজই ঠিক মত শেষ হয়নি, মানুষের ভেতর থেকে যুদ্ধের ভয়ই কাটেনি তখন একটি ফ্যাশন হাউজ তৈরি করা ছিল সত্যিই এক দুঃসাহসিক কাজ। ১৯৭৩ সালের মার্চ মাসে সেই দুঃসাহসিক কাজটিই করেন আশরাফুর রহমান ফারুখ। যাত্রা শুরু হয় নিপুনের। সময়ের পরিক্রমায় গত ৪৪ বছর যাবৎ ফ্যাশন জগতে সফলভাবে পথ চলছে এই হাউজটি।

Nipun (2).jpg

বসুন্ধরা শপিং মলের লেভেল সেভেন-এ দেশীদশের চত্বরে বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়ে গেল ফ্যাশন শো, কুর্তি ও পণ্যের প্রদর্শনী। দেশের জনপ্রিয় ফ্যাশন হাউজ নিপুনের আয়োজনে গামছার কুর্তি ও পণ্যের এ প্রদর্শনীতে প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসূফ। এই ফ্যাশন শোতে আরও উপস্থিত ছিলেন ফ্যাশন ও সাংস্কৃতিক জগতের আরও অনেকেই।

এই প্রদর্শনীতে দেখানো কুর্তিগুলো গামছার বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখে তৈরি করা হয়েছে। প্যাচগুলো প্রিন্ট করা হয়েছে গামছা চেকে। গতানুগতিক গামছাকে অবিকল রেখে নতুন ভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। কুর্তি ছাড়াও গামছার ব্যবহার করে কোটি, জুয়েলারি বক্স, কুশান কভার এবং প্লেস ম্যাটও ছিল এই প্রদর্শনীতে।