৪ বছর পর জাহিদ হাসান

By স্টার অনলাইন রিপোর্ট

চার বছর পর আবার ঢাকাইয়া ভাষার নাটকে অভিনয় করলেন জাহিদ হাসান। নাটকের নাম “ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র”।

আকাশ রঞ্জনের রচনা ও শেখ সেলিমের পরিচালনায় নাটকটিতে জাহিদ হাসান ছাড়াও অভিনয় করেছেন ফারুক আহমেদ, আবদুল্লাহ রানা, পিয়া বিপাশা, তারেক স্বপন, মাহমুদা আক্তার নিশা, মোশাররফ হোসেন, বাশার বাপ্পি প্রমুখ।

নাটকে প্রথমবারের মতো জাহিদ হাসানের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন পিয়া বিপাশা।

নির্মাতা শেখ সেলিম দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “এই নাটকে শামচু ভাই চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান। সম্প্রতি পুরাতন ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকের চিত্রায়ণ করা হয়েছে।”

বর্তমানে নাটকটির সম্পাদনার কাজ চলছে উল্লেখ করে তিনি বলেন, “ঈদে নাটকটি একটি বেসরকারী চ্যানেলে প্রচারিত হবে।”