ক্যাশলেস হচ্ছে খিলগাঁও তালতলা মার্কেট

By স্টার বিজনেস রিপোর্ট

সরকারের 'স্মার্ট বাংলাদেশ' রূপকল্পের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও মাস্টারকার্ড মিলে খিলগাঁও তালতলা সিটি করপোরেশন মার্কেটকে ক্যাশলেস করেছে।

গতকাল সোমবার এই উদ্যোগের উদ্বোধন করা হয়।

এটি এই মার্কেটের এক হাজার ৪৭ ক্ষুদ্র ও বড় ব্যবসায়ীকে ডিজিটাল পেমেন্টের মাধ্যমে টাকা পেতে সহায়তা করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগের পরিচালক মো. শরাফত উল্লাহ খান ও মাস্টারকার্ড সাউথ এশিয়ার চিফ অপারেটিং অফিসার ভিকাস ভার্মা।

আরও উপস্থিত ছিলেন মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. শাফকাত হোসেন ও সিটি ব্যাংকের হেড অব রিটেইল মো. অরূপ হায়দার।

এখন থেকে খিলগাঁও তালতলা সিটি করপোরেশন সুপার মার্কেটের ব্যবসায়ীরা বাংলা কিউআর ও পিওএস মেশিনের মাধ্যমে এখন টাকা নিতে পারবেন।

এর মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রমে ডিজিটাল ফুটপ্রিন্ট তৈরির পাশাপাশি আনুষ্ঠানিক আর্থিক পরিষেবায় নিজেদের যুক্ত করতে পারবেন তারা।

ক্রেতারাও কার্ড, ব্যাংক অ্যাপ ও এমএফএস ওয়ালেটের সাহায্যে দ্রুত ও নিরাপদে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে টাকা পরিশোধ করতে পারবেন।

অনুষ্ঠানে মেয়র আতিকুল ইসলাম বলেন, 'আর্থিক লেনদেনে ক্যাশলেস ইকোসিস্টেম গড়ে তুলতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘমেয়াদি লক্ষ্য আছে। স্মার্ট বাংলাদেশে স্মার্ট লেনদেন ব্যবসা নিয়ে ডিএনসিসি কাজ করছে। ইতোমধ্যে অনলাইন হোল্ডিং ট্যাক্স ও অনলাইন ট্রেড লাইসেন্স চালু করেছি।'

'ঘরে বসেই নগরবাসী এসব সেবা পাচ্ছেন' বলেন তিনি।

মেয়র জানান, ডিএনসিসির উদ্যোগে ১২ শর বেশি ব্যবসায়ীকে ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম এর মাধ্যমে ক্ষমতায়িত করে গুলশানের ডিএনসিসি-১ মার্কেটকে দেশের প্রথম ক্যাশলেস মার্কেটে রূপান্তরিত করা হয়েছে। সে ধারাবাহিকতায় 'স্মার্ট বাংলাদেশ'র ভিশন পূরণে খিলগাঁওয়ে এই ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে। আরও মার্কেটে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা বাস্তবায়ন করা হবে।

মাস্টারকার্ড সাউথ এশিয়ার চিফ অপারেটিং অফিসার ভিকাস ভার্মা বলেন, 'বাংলাদেশ ক্যাশলেস ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। ব্যবসায়ী ও ক্রেতাদের ডিজিটাল পেমেন্টে উৎসাহিত করতে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।'

'খিলগাঁও তালতলা সিটি করপোরেশন সুপার মার্কেটের ব্যবসায়ীদের ডিজিটাল যাত্রা শুরুর পাশাপাশি তাদেরকে দেশের সমৃদ্ধিশীল আর্থিক খাতের অংশ করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করছি,' যোগ করেন তিনি।

ক্যাশলেস খিলগাঁও তালতলা সিটি করপোরেশন সুপার মার্কেটের এই উদ্যোগের সঙ্গে অংশীদার হিসেবে আরও যুক্ত আছে সিটি ব্যাংক পিএলসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও এসএসএলকমার্জ।