বালুখেকোদের দখলে ধলেশ্বরী
ছবি: আনিসুর রহমান/স্টার
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ধলেশ্বরী নদীর তীরে দেশের নানা প্রান্ত থেকে জাহাজে করে বালু এনে জমা করা হয়।
দেশের নানা প্রান্তের নদীর তলদেশ থেকে খনন করা এসব বালু এরপর ট্রাকযোগে চলে যায় নির্মাণ সাইটগুলোতে।
গতকাল শুক্রবার দেখা যায়, ধলেশ্বরীর এই অংশ থেকে এক্সকাভেটরের সাহায্যে বালু তোলা হচ্ছে ট্রাকে।
বছরের পর বছর নদীর এই অংশে বালু ফেলায় সংকীর্ণ হয়ে যাচ্ছে ধলেশ্বরী।
ছবিটি তুলেছেন দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী আনিসুর রহমান।