‘কিছু অসাধু ব্যবসায়ী প্রতি কেজি আলুতে অতিরিক্ত ১০ টাকা মুনাফা করছেন’

By স্টার বিজনেস রিপোর্ট

বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের (বিসিএসএ) সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বলেছেন, কিছু অসাধু ব্যবসায়ী খুচরা বাজারে ৪৫-৪৬ টাকা কেজি দরে আলু বিক্রি করে অন্তত কেজিতে ১০ টাকা অতিরিক্ত মুনাফা করছেন।

আজ রোববার ঢাকায় বিসিএসএ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, 'আলুর উৎপাদন কমে যাওয়া দাম বাড়ার আরেকটি কারণ। এ বছর আলুর মোট উৎপাদন ৮৫ লাখ টনের বেশি হবে না, তবে সরকারের অনুমান ১ কোটি ১২ লাখ টন।'

বিসিএসএ নেতারা বলেছেন, বর্তমান বাজারে আলুর খুচরা দাম কেজিতে ৩৫-৩৬ টাকার বেশি হওয়া উচিত নয়।

তারা জানান, কোল্ড স্টোরেজ গেটে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ২৬-২৭ টাকা কেজি দরে।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, রাজধানীর কাঁচাবাজারগুলোতে খুচরা বিক্রেতারা প্রতি কেজি আলু বিক্রি করছেন ৪২-৪৫ টাকায়।